অবশেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি সচল

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৩ এপ্রিল ২০২৩
বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে যাচ্ছে

ভারতের পেট্রাপোল বন্দরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। ফলে দুদিন বন্ধ থাকার পর পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সচল হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টার পর আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

এর আগের শনিবার থেকে পেট্রাপোল বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। এতে বেনাপোল দিয়ে রপ্তানি বন্ধ হয়ে যায়। এরপর রোববার সন্ধ্যায় আমদানি বন্ধের ঘোষণা দেয় পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়ে হাজারো পণ্যবাহী ট্রাক।

আরও পড়ুন: বেনাপোলে বন্ধ রপ্তানি, আটকা হাজারো পণ্যবাহী ট্রাক

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, সকালে ভারতের পেট্রাপোল কাস্টমসের সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ফলপ্রসূ আলোচনার পর আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করেছে। তবে যেসব পণ্যের পুরাতন আইজিএম (ইমপোর্ট জেনারেল পারমিট) করা শুধুমাত্র সেসব পণ্যের চালান আমদানি হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম আহমেদ জাগো নিউজকে বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হওয়ায় বিকেল ৫টা পর্যন্ত ভারত থেকে ২৮০ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং বেনাপোল থেকে ১৬০ ট্রাক পণ্য ভারতের পেট্রাপোল বন্দরে গেছে।

মো. জামাল হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।