মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপর হামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ হাওলাদারের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
হামলায় দুই নারীসহ উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছেন। মঠবাড়িয়া থানা পুলিশের ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ নেতা সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. হারুন অর রশিদ হাওলাদার জানিয়েছেন, শনিবার বেলা ১১টার দিকে আমার নারী কর্মীরা সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ক্যাম্পিংয়ে গেলে আমার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াজুল আলম ঝনোর কর্মীরা তাদের উপর হামলা করলে আলেকা নূর (৪০) ও জাকিয়া বেগম (৩৫) আহত হন।
তাদেরকে হারুনের কর্মীরা উদ্ধার করতে কবুতরখালী গ্রামে গেলে ঝনোর কর্মী চুন্নু ও খলিলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল তাদের উপরও হামলা চালালে হারুনের বড় ভাই আবুল বাশার ও আব্দুস ছালামসহ ১২ জন আহত হন। আহত অন্যরা হলেন, বিপ্লব, মহারাজ, মামুন, রুপল মাতুব্বর, নাছির তালুকদার, দুলাল মিস্ত্রী, খলিল, শাহাদাৎ গাজী, নিউটন, মাইনুল ও মোস্তাফিজ।
এ ব্যাপারে রিয়াজুল আলম ঝনোর সঙ্গে সেল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
হাসান মামুন/এমএএস/আরআইপি