বিচার চেয়ে বাড়ি ফেরার পথে ফের হামলা, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

ফরিদপুরের সালথা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ও ইফতারি খাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে পাশের দোহার গট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল সন্ধ্যায় সালথা উপজেলার বড় বালিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ও ইফতারি খাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত ও কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। পরে এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে বালিয়াগট্টি বাজারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধন ও মিছিল শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে ফের অতর্কিত হামলা করেন ওয়ালিদ ফকির ও সবুর খানের নেতৃত্বে কয়েকশো লোকজন। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রামদার কোপে আহত অলির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই আব্দুল হক খান, কুদ্দুস মাতুব্বরসহ ৭ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পুলিশ পরদিন ফরিদপুর আদালতে পাঠালে এর মধ্যে আব্দুল হক খান ও কুদ্দুস মাতুব্বরকে জামিন দেয় আদালত। পরে তারা ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন পুলিশ তাদের মারধর করেছে।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ওয়ালিদ ফকির ও সবুর খান। তারা এ হামলার সঙ্গে জড়িত নয় দাবি করে বলেন, এসব মারামারির বিষয়ে আমরা কিছু জানি না। তবে শুনেছি বালিয়া গ্রামের সেলিম মাতুব্বর ও গট্টি গ্রামের হাকিপ খার মধ্যে মারামারি হয়েছে। এ মারামারিতে কেউ আহত হয়ে থাকতে পারে।

অপরদিকে প্রতিপক্ষের কয়েকজন উল্টো দাবি করেন, মানববন্ধনকারীরাই আগে এ হামলা চালায়। হামলায় তাদেরও বেশ কয়েকজন আহত হন। এছাড়া বালিয়াগট্টি বাজারের পাশের মিরের গট্টি গ্রামের গফুর মাতুব্বর, মকবুল মাতুব্বর ও নজরুল মাতুব্বরসহ আরও কয়েকজনের বাড়িঘর ভাংচুর করা হয়।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এ হামলায় জড়িত থাকার অভিযোগে আব্দুল হক খান ও কুদ্দুস মাতুব্বরসহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়। এর মধ্যে আব্দুল হক খান ও কুদ্দুস মাতুব্বর আদালত থেকে জামিনে আছেন।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।