অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি ও সাদীপুর সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শনিবার বিকেলে পাঁচ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাঠুরিয়া গ্রামের শেখ জব্বারের ছেলে স্বপন (৪০), ফরিদপুরের সালতা উপজেলার রায়েরচর গ্রামের রজন শেখের স্ত্রী নিলুফা বেগম (২৫), ফুলবাড়িয়া গ্রামের ইসরাইলের স্ত্রী আবেজা বেগম (৬০), একই উপজেলার রাজ্জাকের ছেলে হারুন মাতব্বর (৩৪) ও হারাকান্দি গ্রামের আক্তারের স্ত্রী মরিয়ম (৪০)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, আটকরা পুটখালী ও সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বিজিবির দু’টি দল ওই দুই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। থানায় মামলা হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি