কাগজের ঠোঙায় ওজন জালিয়াতি, ফল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

বগুড়ায় কাগজের ঠোঙায় ওজন জালিয়াতি করায় পাঁচ ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নানা অপরাধে আরও সাত দোকানিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।

সংস্থাটির বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানে নেতৃত্ব দেন।

সংস্থাটির বগুড়া কার্যালয় সূত্র জানায়, রমজানে ফলের বাজার নিয়ন্ত্রণে শহরের ফতেহ আলী বাজারে অভিযান চালানো হয়। এসময় ফলের সঙ্গে ওজন করে দেওয়া কাগজের ঠোঙার নিচে পৃথক কাগজ দিয়ে ওজনে জালিয়াতি করায় পাঁচ দোকানিকে দুই হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একটি তরমুজ দোকানে মূল্য তালিকা না থাকায় এক হাজার ও খেজুর খোলামেলা রেখে অস্বাস্থ্যকরভাবে বিক্রির দায়ে ছয় দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।