জামালপুরে দুর্ঘটনা

টানা সাতদিন বিরামহীন পিকআপ চালিয়েছেন কাজল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

জামালপুরের মেলান্দহে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন পিকআপচালক কাজল (৩৪)। তিনি টানা সাতদিন ধরে বিরামহীন গাড়ি চালাচ্ছিলেন বলে স্ত্রী শান্তা বেগম জানিয়েছেন।

কাজলের স্ত্রী জানান, অভাব থাকলেও তাদের সংসারে সুখের কমতি ছিল না। একটু ভালোভাবে থাকতেই রাতদিন পরিশ্রম করছিলেন স্বামী। তাই টানা সাতদিন ধরে বিরামহীন গাড়ি চালাচ্ছিলেন তিনি। ঠিকমতো ঘুমাতেও পারছিলেন না। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। শুধু ফোনে কথা হতো। শনিবার (৮ এপ্রিল) রাতে শেষ কথা হয় স্বামীর সঙ্গে। তখন তিনি দেওয়ানগঞ্জে ছিলেন বলে জানিয়েছিলেন। পরে সকালে খবর পান পিকআপ দুর্ঘটনার কবলে পড়েছে। থানায় গিয়ে স্বামীর নিথর দেহ দেখেন।

শান্তা বেগম বলেন, মেয়েকে এক নজর না দেখলে পাগল হয়ে যেত কাজল। বাবাকে খুব ভালোবাসতো মেয়েও। এখন চারিদিকে শুধু বাবাকে খুঁজে চলেছে দুই বছরের শিশুটি। এই অবুঝ শিশুকে কীভাবে শান্ত করবো সেটাই ভেবে পাচ্ছি না।

jagonews24

কাজল জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকার মো. হানিফ উদ্দিনের ছেলে। তিনি গ্রামীণফোন টাওয়ারের কাজে ব্যবহৃত পিকআপের চালক ছিলেন।

দুর্ঘটনায় নিহত অপর দুজন হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার নারায়ণ চন্দ্র বর্মণের ছেলে চঞ্চল বর্মণ (২৭) এবং জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশ ঘর এলাকার আবদুল করিমের ছেলে শাহ আলম (৩৫)। তারাও গ্রামীণফোনের টাওয়ারে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার (৯ এপ্রিল) সকালে জামালপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক দেওয়ানগঞ্জে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালকসহ তিনজন নিহত হন

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাকের চালক পলাতক। এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।