বন্ধন এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার, আটক ৫

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

কোলকাতা থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ পাঁচজনকে আটক করা হয়।

রোববার (৯ এপ্রিল) সকালে বেনাপোল রেল স্টেশনে টাস্কফোর্স এ অভিযান চলে। অভিযানে অবৈধ ১১ লাখ টাকা ও বিজিবি ১০ লাখ টাকা এবং কাস্টমস বিপুল পরিমাণ মদ, শাড়ি, থ্রিপিস, কাপড় ও কসমেটিকস জব্দ করেছে।

jagonews24

জেলা টাক্সফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন বেনাপোল কাস্টমসের পক্ষে উপ-কমিশনার তানভীর আহম্মেদ, যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে টাক্সফোর্স কর্মকর্তারা জানতে পারেন ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কোলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অবৈধ পণ্য আসছেন। এ ধরনের সংবাদের ভিত্তিতে রোববার সকালে বেনাপোল রেল স্টেশনে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শাড়ী, থ্রি-পিস, বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়। যার মূল্য কয়েক লাখ টাকা। এছাড়াও অবৈধভাবে আনা দুই যাত্রীর কাছ থেকে ২১ লাখ টাকা উদ্ধার করে পুলিশ ও বিজিবি।

jagonews24

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত মোতাবেক রেলে যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানীদের প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।