শহীদ চান্দু স্টেডিয়ামের মালামাল ফিরিয়ে দিলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২৩
কাভার্ডভ্যান থেকে মালামাল নামানো হচ্ছে

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু পুনর্বহালের পর ঢাকায় নিয়ে যাওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১০ এপ্রিল) সকালে তিনটি কাভার্ডভ্যান বোঝাই মালামাল বুঝে নেন স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান। এরআগে রোববার সন্ধ্যার দিকে বিসিবি ঢাকায় নিয়ে যাওয়া মালামাল আবারো পাঠিয়ে দেয়।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জাগো নিউজকে বলেন, বিসিবি থেকে মালামাল ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আগের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে এই ভেন্যুতে পুনর্বহাল করা হয়েছে। শুধু একজন পিচ কিউরেটরকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। রোববার রাতেই সবরকম গ্রাউন্ড পরিচর্যার সামগ্রী মাঠে এসেছে। সকাল থেকে সেগুলো বুঝে নিতে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে।

jagonews24

আরও পড়ুন: বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের দায়িত্ব নিলো বিসিবি

তিরি আরও বলেন, ঈদের পর ঢাকা থেকে বিসিবির একটি দল মাঠ পরিদর্শনে আসবে। তারা মাঠের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ব্যবস্থা নেবে। পাশাপাশি বগুড়ার স্থানীয় খেলোয়াড়দের জন্য আলাদা একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের বিষয়েও কাজ করবে।

এর আগে, ২ মার্চ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রতি অসহযোগিতার অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে ভেন্যু তালিকা থেকে বাতিলের প্রসঙ্গে চিঠি পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেদিনই মালামালসহ ১৭ জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করে বিসিবি।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।