জামালপুরে সাংবাদিকের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১২ এপ্রিল ২০২৩
আহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হাসপাতালে ভর্তি করা হয়

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে গোলাম রাব্বানী নাদিম নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ মধ্যবাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাদিম জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি, বাংলানিউজ২৪.কমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

নাদিম বলেন, ‘রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলাম। উপজেলার মধ্যবাজারে আসা মাত্রই একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা শামীম ও স্বপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।’

ja-(2).jpg

তবে হামলার বিষয়ে যুবলীগ নেতা শামীমের মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বলেন, হামলার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলার ঘটনায় জামালপুর প্রেস ক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।