চড়া দামে সবজি বিক্রি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৩

সুনামগঞ্জে চড়া মূল্যে সবজি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সবজির বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।

তবে মাছ, মাংস ও নিত্যপণ্যের বাজারে দাম সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

সহকারী পরিচালক আল আমিন বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বাজার তদারকি করছি। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তাকে সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে। এখন পর্যন্ত সুনামগঞ্জে বাজার আমাদের নিয়ন্ত্রণে আছে।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।