মুকসুদপুরে যুবককে কুপিয়ে হত্যা : আটক ২


প্রকাশিত: ১১:১০ এএম, ০৬ মার্চ ২০১৬

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শক্রুতার জের ধরে কাইয়ুম শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার রাত ৯টার দিকে কানুড়িয়া গ্রামে তাকে হত্যার পর রোববার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, সেন্টু শেখ (২৫) ও চুন্নু শেখ (৪৫)। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কানুড়িয়া গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে কাইয়ুম শেখ (২৭)। শনিবার রাত ৯টার দিকে বাড়ির পাশে বসে থাকার সময় প্রতিপক্ষের লোকজন কাইয়ুম শেখের উপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
 
সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। এছাড়া আসল খুনিদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে ।

হুমায়ূন কবীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।