হবিগঞ্জে টেঁটাযুদ্ধে আহত যুবকের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছ ধরার ডোবা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের টেঁটাযুদ্ধে আহত সুজিত দাস (৩৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে দুপুরে সংঘর্ষে মারা যান সুব্রত দাস নামে একজন। উপজেলার সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানান, মশাকলি গ্রামের একটি ডোবা নিয়ে গ্রামবাসী দু’টি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। একটি পক্ষে সুধাম দাস ও অপর পক্ষে নেতৃত্ব দেন গৌরাঙ্গ দাস। ১১ এপ্রিল দু’পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ ১০ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ১২ এপ্রিল তারা জামিনে মুক্ত পান।
আরও পড়ুন: হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
বৃহস্পতিবার আবারো উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে মাথায় টেঁটাবিদ্ধ অবস্থায় সুব্রত দাসকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাতে সিলেটে নিয়ে যাওয়ার পথে মারা যান সুজিত।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জাগো নিউজকে বলেন, আরও একজনের মৃত্যু হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস