হবিগঞ্জে আইনজীবী সমিতির সভাপতি মনসুর, সম্পাদক বকুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৪ এপ্রিল ২০২৩
আবুল মনসুর চৌধুরী সভাপতি ও আব্দুল মোছাব্বির বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল মনসুর চৌধুরী সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল টানা দ্বিতীয়বার মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৫৫ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৫৫৩ জন। রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রউফ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবুল মনসুর চৌধুরী ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সফিকুল ইসলাম পান ১৯৩ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী পান ১৪০ ভোট এবং অপর প্রার্থী অ্যাডভোকেট একেএসএম মোজাম্মেল পান ১১৪ ভোট। সহ-সভাপতি পদে অ্যডভোকেট আব্দুস সবুর তরফদার ২৫৪ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ানী পদে অ্যাডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী ৩১৬ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজদারী পদে অ্যাডভোকেট কামরুল হাসান চৌধুরী ২৮১ ভোট, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে মুজিবুর রহমান চৌধুরী ২৯৫ ভোট, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আয়াতুল ইসলাম ২৭৪ ভোট, সিনিয়র সদস্য পদে অ্যাডভোকেট উবায়েদুল্লাহ ৪১৩, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ৪০৯, অ্যাডভোকেট ফয়সল আহমেদ চৌধুরী ৩৯০ ও অ্যাডভোকেট আশরাফুল আলম ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া জুনিয়র সদস্য পদে অ্যাডভোকেট ইকবাল হোসেন ভূইয়া, অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু ও অ্যাডভোকেট ইমরান চৌধুরী এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে তাসলিমা আক্তার হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।