ধান কাটা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

হবিগঞ্জের লাখাইয়ে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ওই উপজেলার মকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল জলিল ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, মকসুদপুর গ্রামের ইউপি সদস্য সবুজ মিয়ার সঙ্গে সাবেক ইউপি সদস্য নওয়াজ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ সময় অপর পক্ষ বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ টেটা, ফিকল, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ফিকল বিদ্ধ হয়ে আব্দুল জলিল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।