বাবাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় ছেলেকে ছুরিকাঘাত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৫ এপ্রিল ২০২৩

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় তার ছেলে রাদিফকে (১৪) ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আহত রাদিফ জানায়, বাবাকে নিয়ে দুলালের ছেলে আলভি আমার এক বন্ধুর কাছে বাজে মন্তব্য করে। আলভিকে বিষয়টি জিজ্ঞেস করলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় আমার বন্ধুর সঙ্গে আলভির মারামারি হয়। মারামারির এক পর্যায়ে আলভির বাবা আমাকে ছুরি দিয়ে পিঠে হাতের বেশ কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য আমাকে হাসপাতালে নিয়ে যায়।

স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হেকিম রায়হান বলেন, তারাবি নামাজে ছিলাম। ছেলের ওপর আক্রমণের খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আজরাফ মাহাদী বলেন, রোগীর হাতে ও পিঠে আটটি সেলাই লেগেছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।