যশোর কারাগারের পাশে কারারক্ষীকে ছুরিকাঘাত


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৬ মার্চ ২০১৬

যশোর কেন্দ্রীয় কারাগারের পাশে সিরাজুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহতকে গুরুতর অবস্থায় প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

আহত সিরাজুল ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা এবং যশোর কারাগারের কারারক্ষী। যার কারারক্ষী নাম্বার ৪১৬০০।

কারাগার সূত্র মতে, রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন করছিলেন সিরাজুল ইসলাম। এরপর দুপুরে বাইরে বের হলে কারা ফটকের পাশে তাকে দুই যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কারা এ হামলার সঙ্গে জড়িত তা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কারা প্রশাসন জানায়নি। তবে কারাগারের একটি সূত্র বলছে ছুরিকাঘাতপ্রাপ্ত সিরাজুল ইসলামের দুই স্ত্রী। প্রথম স্ত্রী হিরার সঙ্গে তার দূরত্ব ছিলো। প্রথম স্ত্রীর লোকজন তাকে ছুরিকাঘাত করেছে।

হামলার বিষয়ে জানতে চাইলে যশোর কোতয়ালি থানা পুলিশের (ওসি) ইলিয়াস হোসেন জানান, সিরাজুল ইসলামকে ছুরিকাঘাত বিষয়ে কারা প্রশাসন তাদের অবহিত করেনি। আবার ভুক্তভোগীর স্বজনরাও কেউ অভিযোগ দেননি। তাই কি কারণে সিরাজুল হামলার শিকার হয়েছেন এবং কারা এর সঙ্গে জড়িত পুলিশ সেটা নিয়ে এখনও তদন্ত শুরু করেনি।

যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আহমেদ সন্ধ্যায় জানান, দুপুরে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন কারারক্ষী সিরাজুল ইসলাম। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার শরীর বিভিন্ন স্থানে জখম হয়। তার ডান উরুর নিচে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় লোকজন ও কারারক্ষীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।