প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সোনা মিয়া নামে (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোনা মিয়া একই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, শনিবার বিকেলে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তির দাবি করা প্রতিপক্ষের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা গাছের ডালের আঘাতে সোনা মিয়া গুরুতর আহত হন।

ওসি আরও বলেন, স্থানীয়রা সোনা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা আছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।