মাদারীপুর

বৃষ্টির জন্য নামাজ পড়লেন ৫ শতাধিক মুসল্লি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৩

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। গরমের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ছে মানুষ। হিট স্ট্রোকে অনেকে মারাও যাচ্ছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মাদারীপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় জেলার শিবচরের বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহ মাদরাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

বাহাদুরপুর কওমি মাদরাসার শিক্ষক মুফতি নজরুল ইসলামের ইমামতিতে নামাজে অংশ নেন বাহাদুরপুরের বর্তমান পির আবদুল্লাহ মোহাম্মদ হাসানসহ পাঁচ শতাধিক মুসল্লি।

নামাজ শেষে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে দোয়া করা হয়।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।