এবার সুনামগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:৪৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৩

সিলেটে মুষলধারে বৃষ্টির পর এবার সুনামগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে তা স্থায়ী হয়েছে এক মিনিট। সোমবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটে বৃষ্টি হয় সেখানে।

তবে বৃষ্টি শুরু হওয়ায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরলেও তা এক মিনিট স্থায়ী হওয়ায় হতাশা প্রকাশ করেছেন গরমে ভোগান্তিতে পড়া সুনামগঞ্জবাসী। রাতে আর বৃষ্টি হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

আরও পড়ুন>> টানা দাবদাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

সুনামগঞ্জে পৌর শহরের পশ্চিম বাজারের বাসিন্দা রানা আহমেদ বলেন, সুনামগঞ্জে এসময়ে বৃষ্টি হওয়াই স্বাভাবিক। কিন্তু এবার বৈশাখ মাসের শুরু থেকেই বৃষ্টির দেখা নেই, উল্টো তপ্ত রোদ। এতে শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

jagonews24

সুনামগঞ্জে পৌর শহরের উত্তর আরপিন নগরের বাসিন্দা হাসান আহমেদ বলেন, বৃষ্টি আসছে দেখে ভেবেছিলাম গরম কমবে। কিন্তু মাত্র এক মিনিট বৃষ্টি হয়েছে। এতে গরম আরও বেড়েছে।

পৌর শহরের মধ্যবাজারের বাসিন্দা হুমায়ূন আহমেদ বলেন, বৃষ্টি দেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিলাম ভিজবো বরে। কিন্তু বৃষ্টি একদম অল্প হয়েছে, তাও গুঁড়ি গুঁড়ি।

লিপসন আহমেদ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।