বৃষ্টির জন্য নামাজে কাঁদলেন মুসল্লিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

প্রচণ্ড তাপপ্রবাহে দেখা নেই বৃষ্টির। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় বৃষ্টি কামনায় চুয়াডাঙ্গায় ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের আয়োজনে শহরের টাউন ফুটবল মাঠে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ নামাজ আদায় করেন আলেম-উলেমা ও সাধারণ মুসল্লিরা।

jagonews24

নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী বুজরুক গড়গড়ি মাদরাসার সহকারী প্রিন্সিপাল মুফতি আব্দুর রাজ্জাক। নামাজে কয়েকশ মানুষ উপস্থিত হন।

নামাজে অংশ নেওয়া চুয়াডাঙ্গা পৌর এলাকার সেলিমুল হাবীব বলেন, ‘ঘরের ভেতরে-বাইরে প্রচণ্ড তাপ। আমার জীবনে রোদের এত তাপ দেখিনি। কোথাও থাকা যাচ্ছে না। তাই আল্লাহর অনুগ্রহ পেতে নামাজে এসেছি। আল্লাহ বৃষ্টি দেবেন, ইনশা আল্লাহ।’

jagonews24

আরেক মুসল্লি জুমাত আলী বলেন, ‘বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হচ্ছে। আমরা কৃষিকাজ করে সংসার চালাই। তাই বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় ও দোয়া করলাম।’

নামাজ ও মোনাজাত পরিচালনাকারী মুফতি আব্দুর রাজ্জাক বলেন, ‘রাসুল (সা.) তার সময়েও বৃষ্টির জন্য এ নামাজ আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম। নিশ্চয় আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন।’

jagonews24

নামাজের আয়োজনকারী চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি জুনায়েদ আল হাবীবী ও সাধারণ সম্পাদক মুস্তফা কামাল কাশেমী বলেন, রাসুল (সা.) তার সময়ে বৃষ্টির জন্য এ নামাজ পরপর তিনদিন আদায় করতেন। রাসুলের (সা.) সুন্নত মেনে বুধ ও বৃহস্পতিবার আবার এ মাঠে আমরা নামাজ আদায় করবো।

টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। এসময়ে জেলার তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। আবহাওয়া স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।