তীব্র গরমে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। গরমে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে দিনাজপুরে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গত ১৫ দিন ধরেই দেশের অধিকাংশ এলাকার মতো দিনাজপুরের বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরম আর প্রখর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

দিনাজপুরের তাপমাত্রা ৩৫ থেকে সাড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে গরমের তীব্রতা। এতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ।

এদিকে, তীব্র গরমকে আরও অসহনীয় করে তুলছে ঘনঘন লোডশেডিং। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কথা স্বীকারও করছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন, শিগগির স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি।

মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন রিকশাচালকরা। দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে গাছের তলায় অটোরিকশার মধ্যে শুয়ে ছিলেন চালক নজরুল ইসলাম। তিনি বলেন, গরমে আর পারছি না। তাই ঈদের বাজারে ভাড়া মারা বাদ দিয়ে এই ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছি। রোদ আর গরমে কোনোভাবেই টিকে থাকা যাচ্ছে না।

Dinajpur-2.jpg

বিরল উপজেলার উত্তর বহলা গ্রামের দিনমজুর আবুল হোসেন বলেন, ‘কারেন (বিদ্যুৎ) খালি আইসেছে, আর যাছে। এনাও থাকে না, কুপি-হারিকেন জ্বালাই থাকেছি, কলওত (টিউবওয়েল) পানি ওঠে না। গরমত কারেন নিয়া হইছে যত জ্বালা।’

এদিকে, বাজারে তরমুজ, বেল ও লেবুর দাম বেড়ে গেছে। তরমুজ এক কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বেল ৫০ থেকে ৮০ টাকা পিস এবং লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা হালি।

আবহাওয়া দপ্তর বলছে, তাপপ্রবাহ থাকবে আরও কিছুদিন। দিনাজপুরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

গরমে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। চাপ বাড়ছে হাসপাতালগুলোতে।

বেশি করে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকের। আর একটু প্রশান্তির জন্যে সাধারণ মানুষ চাইছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, গত ১৫ দিন ধরে দিনাজপুরে তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সোমবার দিনাজপুরে বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

এমদাদুল হক মিলন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।