রাঙ্গুনিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১০ এএম, ০৭ মার্চ ২০১৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতের কোন এক সময় উপজেলার ইছাখালীতে হত্যার পর লাশ ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে।

সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত দেলোয়ার হোসেনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব রাইখালী এলাকায়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ইছাখালী ব্রীকফিল্ড এলাকা থেকে দেলোয়ার হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে আমরা ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। যুবকের হত্যা রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

জীবন মুছা/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।