শামীম ওসমানের মায়ের মৃত্যু


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৭ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও ৫ আসনের এমপি সেলিম ওসমানের মাতা ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক নাগিনা জোহা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

এদিকে ভাষা সৈনিক মরহুম নাগিনা জোহার নামাজের জানাযা সোমবার বাদ আছর শহরের খানপুর হাসপাতাল রোডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাগিনা জোহার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও ফতুল্লা থানা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে নারায়ণগঞ্জের এমপিদ্বয়ের মাতা ভাষা সৈনিক নাগিনা জোহার মৃত্যুতে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল এক শোক বার্তায় জানান, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষা সৈনিক মরহুম সামসুজ্জোহার স্ত্রী নাগিনা জোহা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রেখেছিলেন।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।