বঙ্গবন্ধু সেতুতে চার দিনে ১০ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

আরিফ উর রহমান টগর আরিফ উর রহমান টগর টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২১ এপ্রিল ২০২৩

ঈদ ঘনিয়ে আসতেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় সব ধরনের যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। গেলো ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। এ নিয়ে চার দিনে ১০ কোটি ১৪ লাখ টাকা টোল আদায় হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত এ সেতু দিয়ে ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ আছে।

আহসানুল কবীর আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশের টোলপ্লাজা দিয়ে ২৭ হাজার ৩৫৮টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এছাড়াও সেতুর পশ্চিম সিরাজগঞ্জ অংশের টোলপ্লাজা দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৭ টি যানবাহন। এতে টোল আদায় হয় ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।

এর আগে গত সোমবার সকাল ৬ টাকা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ছোট বড় মিলিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে চার দিনে টোল আদায় হয় ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।