ঝড়ে ক্ষতিগ্রস্ত সাবস্টেশন, বিদ্যুৎবিচ্ছিন্ন মুন্সিগঞ্জের ২ উপজেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:২৭ পিএম, ২১ এপ্রিল ২০২৩

 

আচমকা ঝড়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে অবস্থিত বিদ্যুতের সাবস্টেশনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার সদর, টংগিবাড়ী উপজেলাসহ আশাপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষতি হয়। এতে সন্ধ্যা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে কয়েকলাখ মানুষ।

জেলা পল্লীবিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ইফতারির কিছুক্ষণ আগে সদর উপজেলার মুক্তারপুর, মিরকাদিম, রিকাবী বাজার, ফিরিঙ্গিবাজারসহ সংলগ্ন এলাকায় ঝড় বয়ে যায়। এতে মিরকাদিমে অবস্থিত মুন্সিগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়। মুন্সিগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনের লাইন ও টাওয়ারের সঙ্গে টিনের ঘর-দোকানপাট হতে টিনের চালা উড়ে এসে সাবস্টেশন লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী এনামুল ও মো. ইমরান হক বলেন, ঝড়ে সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইন পুনর্বাসন কাজ চলছে। পল্লীবিদ্যুতের প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। দ্রুত বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ চলছে।

আরাফাত রায়হান সাকিব/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।