কুড়িগ্রামে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের
ফাইল ছবি
ঈদ উপলক্ষে বন্ধুসহ ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. সহবান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহবান কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের মো. লিপটন ব্যাপারী ছেলে। সহবান মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সহবান তার বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে দাশের হাটবাজার থেকে ছিনাই বাজার যাচ্ছিল। ছিনাই বাজারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সহবানের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এফএফ/জেডএইচ/