নওগাঁয় পাবলিক লাইব্রেরি উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:২২ এএম, ২৩ এপ্রিল ২০২৩

নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পলাইন হ্যালো নওগাঁ’র নিজ অর্থায়নে এই লাইব্রেরি চালু করা হয়। এর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের ও সাধারণ মানুষের মাঝে সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টি করা।

শুক্রবার উপজেলার নওহাটা মোড়ের আদর্শ বিদ্যা নিকেতনের পাশে এ লাইব্রেরি স্থাপন করা হয়। লাইব্রেরি উদ্বোধন করেন শিক্ষাবিদ খবির উদ্দীন মণ্ডল।

সংগঠনের সভাপতি এ কে সাজু বলেন, আমাদের সংগঠন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ সংগঠনের উদ্দেশ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এ লাইব্রেরি উদ্বোধন আমাদের ছোট একটি প্রয়াস। ভবিষ্যতে এর ব্যাপক বিস্তার ঘটবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ আলী, অর্থ-সম্পাদক জাভেদ হোসেন, সদস্য আনছার আলী, জাকির হোসেন প্রমুখ।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।