বাহাউদ্দিন নাছিম

জনগণের ভোটেই দেশ পরিচালনা করতে চায় আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৩ এপ্রিল ২০২৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (২২ এপ্রিল) সকালে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: কোন ঈদের পর বিএনপির আন্দোলন, প্রশ্ন তথ্যমন্ত্রীর

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের শান্তি ও উন্নতি ধরে রাখার জন্য অসহায়-দরিদ্র মানুষ ও সরকারের সুফল ভোগকারীরা শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই দেশ পরিচালনা করতে চায় আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সমর্থন করে। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সাফল্য ও জনকল্যাণমূলক কার্যক্রমে শেখ হাসিনাকে ভালোবাসে।

আরও পড়ুন: একই নম্বরে সড়কে অন্য গাড়ি, বিপাকে জাপা নেতা টেপা

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এটি আয়োজন করবে। সব দায়িত্বশীল রাজনৈতিক দল নির্বাচনে আসুক, এটা আওয়ামী লীগের প্রত্যাশা। যারা নির্বাচনে অংশ নেবে, তাদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দেবেন।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।