একই নম্বরে সড়কে অন্য গাড়ি, বিপাকে জাপা নেতা টেপা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ এপ্রিল ২০২৩

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার গাড়ির নম্বর জাল করে রাজধানীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অন্য গাড়ি। আর সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে এ জাপা নেতাকে। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।

এ বিষয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন টেপা। শুক্রবার (২১ এপ্রিল) পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জিডিতে প্রশাসন ও বিআরটিএ’র দৃষ্টি আকর্ষণ করে টেপা বলেন, আমার গাড়ির নম্বর সংবলিত (ঢাকা মেট্রো ঘ-১৭-৬১৫৩) একটি গাড়ি বৃহস্পতিবার গুলশান ২ নম্বরে আরেকটি গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক (রাকিব) অভিযুক্ত গাড়ির (CRV JEEP) নম্বর দেখে বিআরটিএ’তে অবিযোগ দেওয়ার জন্য ফোন করেন। পরে বিআরটিএ জানায়, ওই গাড়ির মালিক সাহিদুর রহমান টেপা।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত রাকিব আমাকে ফোন দিয়ে ঘটনাটি জানালে আমি আকাশ থেকে পড়ি। আমার গাড়ি আজ চারদিন ধরে আমার বাসার গ্যারেজে আছে। আমার গাড়িটি বিআরাটিএ থেকে ডিজিটাল নম্বর সংবলিত। অথচ কাগজে প্রিন্ট করা আমার গাড়ির একই নম্বর ব্যবহার করছে আরেকজন! এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন যদি ওই গাড়ি আমার গাড়ির নম্বর ব্যবহার করে বড় ধরনের অঘটন ঘটায় তাহলে এ দায়িত্ব কে নেবে?

এ বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরএসএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।