মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৩
জামাল উদ্দিন নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলাংজানি গ্রামের জামে মসজিদ পুকুর পাড়ে এ সংঘর্ষ ঘটে। নিহত জামাল উদ্দিন একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের পুকুর কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষ ওই পুকুরে মাছ ধরতে এলে অপর পক্ষ বাধা দেয়। এক পর্যায়ে উপভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়লে মাছ ধরতে বাধা দেওয়া জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আহত হয়েছেন এলাংজানি গ্রামের মুকুল হোসেন (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩) ও জুলমত আলী (৬০)।

দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এম এ মালেক/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।