মাতাল অবস্থায় দুই ভাইয়ের ঝগড়া, তাড়া খেয়ে প্রাণ গেলো একজনের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৩ এপ্রিল ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে ঝগড়ার একপর্যায়ে বড় ভাইয়ের তাড়া খেয়ে মাটিতে পড়ে অজিত রোজারিও (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাই দিলীপ রোজারিওকে (৫০) আটক করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের হাটখোলা (বউ বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার ২৩ (এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মধুসূদন পাণ্ডে।

নিহত অজিত রোজারিও ওই এলাকার মৃত জোসেফ রোজারিওর ছেলে। আটক দিলীপ রোজারিও নিহতের আপন ছোট ভাই।

পুলিশ জানায়, বড় ভাই দিলীপ ও ছোট ভাই অজিতের মধ্যে গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয়ে বিরোধ চলছিল। শনিবার দুই ভাই মদ খেয়ে মাতাল অবস্থায় ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে দিলীপ তার ভাইকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে অজিত রোজারিও মাটিতে পড়ে আহত হন। আশপাশের লোকজন তাকে রাজধানী ঢাকার উত্তরার একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মধুসূদন পাণ্ডে বলেন, নিহতের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আটক দিলীপকেও ছেড়ে দেওয়া হয়।

আব্দুর রহমান আরমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।