বিলের ঘাটে মানুষের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলের ঘাটে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। একইসঙ্গে পাঁচবিবি উপজেলার পৌর পার্ক, আক্কেলপুর উপজেলার হলহলি ব্রিজ ও কালাই উপজেলার নান্দাইল দীঘিতেও দর্শনার্থীর সরগম ছিল চোখে পড়ার মতো।

বিলের ঘাটে ঘুরতে আসা সুরাইয়া খাতুন নামে এক ছাত্রী জানান, ‘আমি ঢাকার একটি বেসরকারি কলেজে পড়াশোনা করি। রমজানে কলেজ বন্ধ হওয়ায় আমি বাসায় চলে আসি, কিন্তু রোজার মধ্যে কোথাও ঘোরাঘুরি করা হয়নি। আবার কয়েকদিন আগে যে তাপপ্রবাহ হয়ে গেল সবকিছু মিলে একটু একঘেয়েমি কাটাতেই ঘুরতে এসেছি।

jagonews24

পাঁচবিবি শহরের পৌর পার্কে বাগজানা গ্রাম থেকে ঘুরতে আসেন সোনালী আক্তার নামে এক গৃহবধূ। তিনি বলেন, আমি ঢাকায় চাকরি করি। ঈদের ছুটিতে বাড়ি এলেও দূর-দূরান্তে বিনোদন কেন্দ্রে যাওয়ার সুযোগ হয় না। তাই একটু বিনোদনের জন্য এখানে আসা। ছোট্ট পরিসরে এখানে ভালো বিনোদনের ব্যবস্থা আছে। বিশেষ করে শিশুদের জন্য পার্কের ব্যবস্থা অনেক ভালো। নাগরদোলা, ঘোড়া, দোলনাসহ বিভিন্ন শিশু খেলনার ব্যবস্থা থাকায় শিশুরা পরম আনন্দে মেতে ওঠে।

একই উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই থেকে বাবা-মায়ের সঙ্গে আসা ঘুরতে আসা শিশু আব্দুল্লাহ বিন নোয়াইব৷ সে জানায়, ঈদের আনন্দটা খুব ভালো কাটছে। নাগরদোলা, দোলনা চড়েছি, এখানে গান বাজনা হচ্ছে খুব মজা হচ্ছে।

jagonews24

নাহিদ হোসেন নামে এক যুবক বলেন, আমাদের এলাকায় ভালো কোনো বিনোদনকেন্দ্র না থাকায় আমরা ঐতিহাসিক নান্দাইল দীঘিতে ঘুরতে এসেছি। তবে পুকুরে মাত্র একটি নৌকা আছে। ফলে সবাই চাইলেও নৌকাতে উঠতে পারছেন না। এখানে যদি আরও বেশি নৌকার ব্যবস্থা তাহলে আমরা ঘুরতে পারতাম।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।