চলন্ত ট্রেনের নিচে মাথা ঢুকিয়ে দিলেন যুবক, অবশেষে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চলন্ত ট্রেনের নিচে মাথা ঢুকিয়ে আত্মহত্যা করেছেন জালাল হোসেন (৩২) নামে এক যুবক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জালাল বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জালাল সকালে লেভেল ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। ৭টার ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেন ২ নম্বর রেললাইনে আক্কেলপুর রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় চলন্ত ট্রেনের নিচে মাথা ঢুকিয়ে দেন জালাল। সঙ্গে সঙ্গে তার মাথা থেঁতলে গেছে।

আক্কেলপুর রেলস্টেশনের সহকারী মাস্টার হাসিবুল হাসান জাগো নিউজকে বলেন, ‘জালাল মানসিক ভারসাম্যহীন ছিল। আমি জালালের শ্যালিকা ও ভায়রার সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়েছি।’

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মো. মুক্তার হোসেন জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।