আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন আইডিতে ছবিটি ঘুরতে থাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

ছবিতে দেখা যায়, খাটে বসে ইয়াবা সেবন করছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী। লাইটার ধরিয়ে তাকে সহযোগিতা করছেন আরেকজন।

এ বিষয়ে গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। সে কারণে আমাকে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষরা এ ধরনের এডিট করা ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক জাগো নিউজকে বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গোলাম মাহফুজ চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে অনেকদিন ধরে।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি জাগো নিউজকে বলেন, ‘আমিও ইয়াবা সেবনের ছবিটি দেখলাম। বিষয়টি আমাদের দলের জন্য লজ্জাজনক। ভাইরাল হওয়া ছবিটির সত্যতা পাওয়া গেছে।’

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।