মণিরামপুরের ১৬ ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির সংশয়
যশোরের মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। ভোট কেটে নেওয়ার আশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন দলটির জেলা ও উপজেলা কমিটির নেতারা।
সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, ২২ মার্চ অনুষ্ঠিতব্য মণিরামপুরের ১৬টি ইউনিয়নের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি অধিকাংশ ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী এবং তার কর্মীদেরকে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। কোনো কোনো প্রার্থী ও তার কর্মীকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে।
সম্প্রতি শ্যামকুড় ইউনিয়নে বিএনপি দলীয় মেম্বার প্রার্থীর বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা করেও কোনো লাভ হয়নি। এমন অবস্থার প্রেক্ষিতে মনে করা হচ্ছে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে না। আ.লীগ দলীয় প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট কেটে নেওয়ার হুমকি দিয়ে চলেছে।
সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও আমরা অংশগ্রহণ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ইউপি নির্বাচন অংশ নিচ্ছে। অতীতের নির্বাচনগুলো সরকার বিতর্কিত করেছে। ভোট কেটে নেওয়ার মহোৎসব করেছে। এবারও ইউপি নির্বাচনে সেই এক কায়দায় ভোট কেটে নেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদল সভাপতি আসাদুজ্জামান মিন্টু, রোহিতা ইউনিয়ন দলীয় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, ঢাকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, ঝাঁপা ইউনিয়ন দলীয় চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দীন, ভোজগাতী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী কওসার আলী, কাশিমনগর ইউনিয়ন দলীয় চেয়ারম্যান প্রার্থী জি,এম আহাদ আলী প্রমুখ।
মিলন রহমান/ এমএএস/এবিএস