টাঙ্গাইলে মামা হত্যায় দুই ভাগনে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে আবদুল জলিল (৪৫) হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সিহাদ মিয়া (২৩) ও নোমান (২৫)। সম্পর্কে তারা আবদুল জলিলের ভাগনে।

র‍্যাব-১৪, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সিহাদ মিয়া ও নোমান (২৫) রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা অবস্থান করছে বলে জানতে পারে। পরে র‍্যাব কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা সিলেটে আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় আবদুল জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।

এর আগে গত ১৫ এপ্রিল উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধারা বাজারে সিহাদ মিয়ার সঙ্গে ক্যারাম খেলাকে কেন্দ্র করে জলিলের হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন ইফতারের আগে হরিণধারা বাজার এলাকায় ধারালো ছুরি দিয়ে দুই ভাগিনা আবদুল জলিলকে হত্যা করে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।