শামীম ওসমানের মায়ের দাফন সম্পন্ন


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৭ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের মা ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক নাগিনা জোহার দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ খানপুুর হাসপাতাল রোডে নামাজের জানাজা শেষে মাসদাইরস্থ সিটি কর্পোরেশনের কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। নামাজের জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নেতাকর্মী ও  প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

জানাজায় যোগ দিতে নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করে। একপর্যায়ে হাসপাতাল রোডে মানুষের ঢল নামে। নামাজে জানাজা শেষে মরহুমাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Narayanganj

এর আগে সোমবার দুপুর ১টা ১০মিনিটের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভাষা সৈনিক নাগিনা জোহা ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। গত শনিবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এদিকে, মরহুমা নাগিনা জোহাকে ফুুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দীন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাড. তৈমুর আলম খন্দকার প্রমুখ।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।