আগুনে ৯ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

নড়াইলের কালিয়া উপজেলার শীতলবাটি স্লুইসগেট বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

jagonews24

স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে রায়হান ফকিরের ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রায়হান ফকির বলেন, অগ্নিকাণ্ডের সময় তিনি পিরোলী বাজারে ছিলেন। খবর শুনে ঘটনাস্তলে যান। তিনি ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

jagonews24

আগুনে শুধু রায়হান ফকিরেরই অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সবমিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

কালিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি ম্যান ইয়াসিন আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনার পর ফেরি পার হয়ে যাওয়ার সময় জানতে পারি
স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।

হাফিজুল নিলু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।