শ্বশুরবাড়ির ‌‘অপমান’ সইতে না পেরে গলায় ফাঁস দিলেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৭ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে আলমগীর হোসেন (২২) নামের এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। আলমগীর মধুপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের আকাশী ফুলবাড়ী গ্রামের হানিফ আলীর ছেলে।

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে আত্মহত্যা করেন আলমগীর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আলমগীর তার শ্বশুরবাড়ি থেকে ফিরে নিজের দাদির কক্ষে যান। তবে সেসময় দাদি অসুস্থ থাকায় মধুপুর হাসপাতালে ভর্তি ছিলেন। বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসে দেখেন তার কক্ষের দরজা বন্ধ। এরপর দরজা ভেঙে আলমগীরকে ফাঁসিতে ঝুলতে দেখেন। এ সময় দাদি ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

jagonews24.com

মধুপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার বেশর আলী ফকির বলেন, সকালে শ্বশুরবাড়ির লোকজন আলমগীরকে মারধর করেছেন বলে জানতে পেরেছি। ওই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আরিফ উর রহমান টগর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।