ঈশ্বরদীতে ৫৫ দুস্থ রোগীর চিকিৎসায় ২৭ লাখ টাকা সহায়তা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

পাবনার ঈশ্বরদীতে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৫ দুস্থ রোগীর চিকিৎসায় ২৭ লাখ ৫০ হাজার টাকা দিয়ে সরকারিভাবে সহায়তা করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ঈশ্বরদী উপজেলার ৩৯ জন ও আটঘরিয়া উপজেলার ১৬ দুস্থ রোগী এ সহায়তা পান।

ঈশ্বরদীতে ৫৫ দুস্থ রোগীর চিকিৎসায় ২৭ লাখ টাকা সহায়তা

বুধবার (২৭ এপ্রিল) ঈশ্বরদী শহরের আকবরের মোড়ে সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের বাসভবনে রোগীদের ৫০ হাজার করে চেক তুলে দেওয়া হয়।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

ঈশ্বরদীতে ৫৫ দুস্থ রোগীর চিকিৎসায় ২৭ লাখ টাকা সহায়তা

এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।

শেখ মহসীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।