যৌন উত্তেজক সিরাপের কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৭ এপ্রিল ২০২৩
যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ তৈরির অভিযোগে একটি ওষুধ তৈরির কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের চকনারিচা বাগবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

যৌন উত্তেজক সিরাপের কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরিজে নামে একটি ওষুধ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ও অনুমোদিত যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়। এ সময় মালিক রুবেল হোসেনকে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

শেখ মহসীন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।