জয়পুরহাটে সড়কে বাস উল্টে আহত ২৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১১:২৭ এএম, ২৮ এপ্রিল ২০২৩

জয়পুরহাটে সড়কে বাস উল্টে ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে গতন শহর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে আনাছ পরিবহন নামের বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এসময় জয়পুরহাট সদর উপজেলার গতন শহর মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা ২৯ যাত্রী আহত হন।

জয়পুরহাটে সড়কে বাস উল্টে আহত ২৯

তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করেন। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।