প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
জয়পুরহাটের ক্ষেতলালের পাঁচখুপি গ্রামে মারুফা খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বড়াইল ইউনিয়নের পাঁচখুপি গ্রামে এ ঘটনা ঘটে। মারুফা খাতুন উপজেলার বড়াইল ইউনিয়নের বিনাই পাঁচখুপি গ্রামের প্রবাসী শাকিলের স্ত্রী ও আক্কেলপুর উপজেলার চাপা গাছি হরিপুর গ্রামের মৃত আলম প্রমানিকের মেয়ে৷
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিজ ঘরে মারুফাকে গলায় ফাঁস দেওয়া দেখে স্বজনরা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এটা আত্মহত্যা না হত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এএইচ/এএসএম