পাবনায় বজ্রপাতে কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু
পাবনার আটঘরিয়া এবং সুজানগর উপজেলায় বজ্রপাতে দুইজন মারা গেছেন। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃতরা হলেন আটঘরিয়া উপজেলার এনামুল হক (১৮)। তিনি একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। এছাড়া মৃত মো. মনিরুজ্জামান (৪২) সুজানগর উপজেলার চরগোবিন্দপুর মমিনপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।
এরমধ্যে এনামুল পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মনিরুজ্জামান পেশায় কৃষক ছিলেন।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল বলেন, এনামুল শনিবার বিকেলে বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, শনিবার বিকেল ৩টার দিকে মনিরুজ্জামান বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মারা যান।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস