নামাজ শেষে ফিরে দেখলেন অটোরিকশা নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৩
অটোরিকশা হারিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন আল-আমিন

কুড়িগ্রামে নামাজ পড়তে গিয়ে মো. আল-আমিন (২৬) নামে এক মুসল্লি ব্যাটারিচালিত অটোরিকশা হারিয়েছেন। তিনি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামের গহুর আলীর ছেলে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের আলিয়া দাখিল মাদরাসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশাচালক আল-আমিন প্রতিদিনের মতো কুড়িগ্রাম জেলা শহরে এসে গাড়ি চালান। শনিবার বিকেলে আসরের নামাজ পড়তে কুড়িগ্রাম পৌর শহরের আলিয়া দাখিল মাদরাসার জামে মসজিদে যান তিনি। নামাজ শেষে এসে দেখেন তার অটোরিকশাটি নেই। পরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন তাকে থানায় নিয়ে যান।

আল-আমিন বলেন, আমি রিকশা রেখে নামাজ পড়তে ঢুকি। এসে দেখি আমার রিকশা নেই। এখন আমার কী হবে? এনজিও থেকে ঋণ নিয়ে একটা অটোরিকশা কিনেছিলাম। পরিবারে আমার সাত সদস্য, অটোরিকশার আয়ে তাদের খাওয়াই। অটোরিকশা না পেলে কী খাওয়াবো তাদের। আবার প্রতি সপ্তাহে ১ হাজার ৮০০ টাকা কিস্তি দিতে হয়। অটোরিকশা না পেলে মরা ছাড়া কোনো উপায় নেই।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, আমাদের এক অফিসার ঘটনাস্থলে গেছেন। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

ফজলুল করিম ফারাজী/ এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।