ট্রলারডুবিতে নিখোঁজ মা-ছেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:২৪ এএম, ৩০ এপ্রিল ২০২৩

পটুয়াখালীর দশমিনায় বুড়াগৌড়াঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকালে বদনারচর নামক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা আক্তার (৪০)। রাব্বি আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে ও সেলিনা আক্তার তার স্ত্রী।

আরও পড়ুন: ঝড়ে ট্রলারডুবিতে নারী নিহত, বরসহ নিখোঁজ ৪

পটুয়াখালী নদী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রেজওয়ান জানান, সকালে বদনারচর নামক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, নিখোঁজ বাকি দুজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এরআগে ২৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে বুড়াগৌরাঙ্গ নদীতে ১৫ জন যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিখোঁজ রয়েছেন আরও দুজন।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।