ফের বন্ধ শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুট, সরিয়ে নেওয়া হলো ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:১২ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

ঈদকে কেন্দ্র করে মোটরসাইকেল পারাপারে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চালু করেছিল বিআইডাব্লিউটিসি। যানবাহন না থাকায় ১৩ দিনের মাথায় সরিয়ে নেওয়া হয়েছে দুই ফেরি।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে কলমিলতা ফেরিটি সরিয়ে নেওয়া হয়। এর আগে ২৭ তারিখ ফেরি কুঞ্জলতা সরিয়ে নেওয়া হয়।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, ঈদের জন্য দুটি ফেরি দিয়ে পরীক্ষামূলক মোটরসাইকেল পারাপার করা হয়। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়া এখন নৌরুটে এসব যানবাহন আসে না।

আরও পড়ুন: শিমুলিয়া ঘাটে মোটরসাইকেলের ঢল

তিনি আরও জানান, ফেরি কুঞ্জলতা আরিচা-কাজিরহাট রুট থেকে আনা হয়েছিল। কলমিলতা আনা হয়েছিল ভোলা-লক্ষ্মীপুর নৌরুট থেকে। এখন শিমুলিয়া-মাঝিকান্দি রুটে চলাচল বন্ধ হওয়ায় দুটি ফেরি আগের রুটে ফিরিয়ে নেওয়া হয়েছে।

গত ১৮ এপ্রিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌরুটে দুটি ফেরি দিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যান পারাপার করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।