ঝিরির পানিতে লাফিয়ে বাঁশের খুঁটি বিঁধে প্রাণ গেলো শিশুর
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ঝিরির (ঝর্ণার পানিতে সৃষ্ট ছোট নালা) পানিতে গোসল করতে গিয়ে বাঁশের খুঁটি বুকে বিঁধে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওরফে বাবু (৭) ওই এলাকার আফরোজ আলীর ছেলে।
নিহতের বাবা আফরোজ আলী জানান, বিকেলে তার ছেলে ইব্রাহিম প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে ঝিরির পানিতে গোসল করতে যায়। এসময় ইব্রাহিম ঝিরির পাড় থেকে লাফিয়ে পানিতে পড়লে সেখানে থাকা বাঁশের খুঁটি বুকে বিঁধে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত ইব্রাহিমের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ইমরান হাসান রাব্বী/এমআরআর/জিকেএস