শেরপুরে ভারতীয় রুপিসহ আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০১ মে ২০২৩

শেরপুরের নালিতাবাড়ী থেকে ৫০ হাজার ভারতীয় অবৈধ রুপি এবং নগদ দুই লাখ ৫৮ হাজার টাকাসহ শাহাজাদা আকন্দ (৪৪) নামে ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) রাতে উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহজাদা নালিতাবাড়ি উপজেলার গড়জরিপা ইউনিয়নের মৃত. ইসমাইল আকন্দের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাইফুল ইসলাম সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদা আকন্দকে ভারতীয় রুপি ও নগদ টাকাসহ আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইমরান হাসান রাব্বী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।