যশোরে কোটি টাকার ভারতীয় স্টিল সামগ্রী জব্দ
যশোর সীমান্তে অবৈধভাবে নিয়ে আসা এক ট্রাক ভারতীয় স্টিল সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে অভিযান চালিয়ে এই পণ্য-সামগ্রী জব্দ করা হয়।
যশোরস্থ ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, অবৈধভাবে ভারত থেকে কারিবাটি, বালতি এবং বিভিন্ন তৈজসপত্র এনে সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে তুলে যশোর অভিমুখে নেয়া হচ্ছিল। এমন গোপন খবর পেয়ে তার নেতৃত্বে যশোর-বেনাপোল মহাসড়কের সদরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। এতে এক কোটি টাকা মূল্যের স্টিল সামগ্রী ছিল। জব্দকৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
মিলন রহমান/এসএস/এমএস